৪। সেবাএবংধাপসমূহ: নাম, সেবাপাবারধাপসমূহএরফ্লোচার্ট | |||||
ক্র:নং | সেবার নাম | সংতিগপ্ত বিবরণ | সেবা পাওয়ার নিয়ম | সময় | |
৪.১ | ভিজিডি কর্মসূচী
| চট্টগ্রামজেলাধীন ১৪টি উপজেলায় ১৯৫টি ইউনিয়নে সর্বমোট ১১,৪০০ জন উপকারভোগীকে মাসে ৩০ কেজি করে গম/চাল দেয়া হয়। সময় ২ বৎসর (২৪ মাস) | নীতিমালা অনুযায়ী ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটিতে চহড়ামত অনুমোদিত হয় | ২ বৎসর | |
৪.২ | দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা | ১৪টি উপজেলায় ১৯৪টি ইউনিয়নে ৩৯৬০জন জন দুঃস্থ গর্ভবতী মাকে মাসে ৩৫০/- টাকা ভাতা দেওয়া হয় | ঐ | ২ বৎসর | |
৪.৩ | কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল | চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় ১৩৫০জন মহিলাকে কর্মজীবী মাকে মাসে ৩৫০/- টাকা ভাতা দেওয়া হয় | জেলা কমিটির মাধ্যমে | ২ বৎসর | |
৪.৪ | মহিলাদের আত্নকর্ম সংস্থানের জন্য ÿুদ্রঋণ তহবিল | প্রাপ্ত বরাদ্দ ১,০০,৩৪২৪৯/৪৪ (এক কোটিচৌত্রিশ হাজার দুইশত উনপঞ্চাশ) টাকা। ঘুর্নায়মান হিসাবে ২,০০,৪৯,৩৩,০০০/- (দুইকোটি উনপঞ্চাশ লক্ষ তেত্রিশ হাজার) টাকা ১২টি উপজেলার ২৮১২ জন মহিলার মাঝে বিতরণ করা হয়েছে | উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে | ১- ২ বৎসর | |
৪.৫ | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীন এবং উপজেলা পর্যায়ে ১১৬টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে। প্রতিবছর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সাধারন ও বিশেষ অনুদান দেয়া হয়। | নীতিমালা অনুযায়ী জেলা কমিটির মাধ্যমে অনুমোদন করা হয় | এককালীন | |
৪.৬ | প্রশিক্ষণ | চট্টগ্রাম জেলা কার্যালয়সহ ৩টি পুরাতন উপজেলায় (বাঁশখালী, রাংগুনিয় ও সন্দ্বীপ) প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নাধীন। | জেলা ও উপজেলা কমিটির অনুমোদনক্রমে | ১ বৎসর | |
৪.৭ | কর্মজীবী মহিলা হোস্টেল | বর্তমানে সীট অনুযায়ী ২১৫জন বোর্ডার রয়েছে। | জেলা কমিটির অনুমোদনক্রমে |
| |
৪.৮ | মহিলা সহায়তা কর্মসূচী | নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে অসহায়, নির্যাতিত মহিলাদেও আশ্রয় ও আইনী সহায়তা দেয়ার ব্যবস্থা আছে। | আবেদনের মাধ্যমে | ৬মাস | |
৪.৯ | শিশু দিবাযত্ন কেন্দ্র | শ্রমজীবী দরিদ্র মায়ের শিশুদের ৯টা হতে ৫টা পর্যমত রাখা হয়। একইসাথে খেলাধুলার মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান এবং ২বেলা নাস্তা সহ দুপুরের খাবার ব্যবস্থা রয়েছে। | ভর্তির মাধ্যমে |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS